July 26, 2016
ইউটিউব ভিডিও র্যাঙ্ক করা নিয়ে এতো অস্থিরতা কেন?ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্সের টাকা উত্তোলন করবেন যেভাবে
গ্রুপে কিছুদিন ধরেই কয়েকজন জানতে চাচ্ছিলেন যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্সের টাকা উত্তোলন করা যায় কি না।
উত্তর হচ্ছেঃ হ্যাঁ যায়।
অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অ্যাড করবেন?
- আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেয়ি প্রোফাইলে গিয়ে পেয়ি নেম চেঞ্জ দিবেন। অবশ্যই পেয়ি নেমের সাথে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে।
- কাউন্ট নম্বরে আপনার ডিবিবিএল মোবাইল ব্যাংকিং নম্বর দিবেন। শেষের কোড সহ টোটাল ১২টা ডিজিট।
- ব্যাংকের নাম দিবেন এভাবেঃ Dutch Bangla Bank Limited
- সুইফট কোড দিবেন DBBLBDDH
- ব্যস অ্যাড হয়ে যাবে পেমেন্ট মেথড।
এভাবেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন। গত বছর সেপ্টেম্বর মাসে আমাকে Md Moniruzzaman Moni ভাই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অ্যাডসেন্সের টাকা তুলতে সাহায্য করেছিলেন। আমি ঠিক সেভাবেই সবার উপকারের জন্য ডক আকারে প্রকাশ করলাম।
কারো কোনও প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবেন। ধন্যবাদ 🙂
#YouTube Adsense Payment Solution From Bangladesh
#How to Withdraw Payment from YouTube Adsense through DBBL Mobile Banking
# Get Payment From Hosted Adsense
#YouTube Adsense in Bangladesh