My Public Events

TV Talk Show : Mobile App Industry

ইন্ডিপেনডেন্ট টিভিতে একটি সিরিজ টক শো এর আয়োজন করা হয়েছিল ২০১৭ সালে। যেখানে বাংলাদেশের সেরা আইটি প্রফেশনালদেরকে নিয়ে বিভিন্ন আইটি টপিকে আলোচনা করা হয়। ২০১৭ সালের ১৭ই মার্চ মার্চে ইন্ডিপেনডেন্ট টিভির স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানো হয় একটি টক শোতে আলোচনা করার জন্য। টপিক ছিল “মোবাইল অ্যাপ ইন্ডাস্ট্রি” নিয়ে। সেখানে আমার সাথে আরো উপস্থিত ছিলেন একজন নেটওয়ার্ক স্ট্রাকচার বিশেষজ্ঞ এবং বিখ্যাত মোবাইল অ্যাপ ডেভেলপার জাকির হোসেন। মোবাইল অ্যাপ মার্কেটিং এর প্ল্যানিং এবং ইন্ডাস্ট্রি ইন্সাইট নিয়ে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম। এই প্রোগ্রামটি পরবর্তী মাসে টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হয়। 

Seminar on Freelancing at Daffodil University

Affiliate Marketing & digital marketing seminar

Daffodil International University

২০১৯ সালের ফেব্রুয়ারি ২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসে আশুলিয়াতে তাদের শিক্ষার্থীদের জন্য “ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনারে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে বিশদ আলোচনা করা হয় সেইসাথে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যা কিনা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি অনলাইন ব্যবসা সে ব্যাপারে দেশবরেণ্য অ্যাফিলিয়েট মার্কেটাররা  তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

এই সেমিনারে শিক্ষার্থীদের সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে বিশেষভাবে কথা বলেন মোহাম্মদ আসিফ। সেমিনার শেষে স্পিকার দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের একজন সম্মানিত লেকচারার

Crest receiving at Daffodil University

Unlimit Con
Digital Marketing + Online Business Conference 2018

Life as a Digital Marketer

২০১৮ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে ঢাকার গুলশানে ২দিন ব্যাপি ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে ৩ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে প্রায় ২০০+ অনলাইন প্রফেশনাল অংশগ্রহণ করেন। সেখানে "Life as a Digital Marketer" শীর্ষক প্যানেল ডিস্কাসনে আমি স্কিপার হিসেবে ছিলাম।

Top Level Digital Marketers

এই কনফারেন্সে দেশের সেরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টরা স্পিকার হিসেবে ছিলেন। এছাড়া বাংলাদেশের টেক কমিউনিটির অনেক লিডার এবং ডিজিটাল উদ্যোক্তা এই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

GearLaunch Buzz Session

যারা গিয়ার লঞ্চের মাধ্যমে দুনিয়াব্যাপী বিভিন্ন Print of Demand প্রোডাক্ট সেল করেন এমন প্রায় ৫০০ সেলারদের বিজনেসের গ্রোথের জন্য দেশের সেরা কয়েকজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে Key Note Speaker হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

এই এক্সক্লুসিভ কনফারেন্সে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট মুহম্মদ আসিফকে আমন্ত্রণ জানানো হয় ভিডিও মার্কেটিং নিয়ে একটি সেশন নেয়ার জন্য। ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আপনার ই-কমার্স ওয়েবসাইট এর সেলস জেনারেট করবেন এবং একটি প্রফিটেবল ইউটিউব চ্যানেল ডেভলপ করবেন সেই ব্যাপারে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন।


এই কনফারেন্সে আরো বক্তব্য রাখেন গিয়ারলঞ্চের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এস এম বেলাল, ফেসবুকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কুশাগ্রা সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IBA অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মুহাম্মদ বখতিয়ার রানা, বাংলাদেশ ইনোভেশন ফোরামের ফাউন্ডার আরিফুল হাসান অপু,  লিডস কর্পোরেশন লিমিটেড এর CIO  পাপিয়াস হাওলাদার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজকোপের ফাউন্ডার নাহিদ হাসান এবং ব্লেজটেকের ফাউন্ডার আব্দুল্লাহ জায়েদ।

National Freelancer Award 2019

দেশের সেরা ফিল্যান্সারদের অ্যাওয়ার্ড

২০১৯ সালের এপ্রিল মাসের ২৭ তারিখে আমাদের আপওয়ার্ক বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে দেশের সেরা ৫০জন ফ্রিল্যান্সারকে Best Freelancer Award দেয়া হয়। এই আয়োজনে আমাদের সাথে ছিল ICT Ministry।

অরগানাইজিং কমিটি

প্রায় ২ হাজারের বেশি অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরাদের খুঁজে বের করতে আমাদের আয়োজক টিম কাজ করেছিল। এটি ছিল একটু দুর্দান্ত অভিজ্ঞতা এবং সম্মাননার বিষয়।

BITPA 2018: Content Calendar

Bangladesh IT Professionals Association ২০১৭ সাল থেকে দেশে কয়েকটি বড় বড় কনফারেন্সের আয়োজন করেছে। ২০১৮ সালে খুলনায় এমনই একটি কনফারেন্সে সারা দেশ থেকে প্রায় ৮০০ জন আইটি প্রফেশনালস এবং অনলাইন ফ্রিল্যান্সিং এ আগ্রহীরা অংশ নিয়েছিলেন।

দেশের বেশ টপ লেভেল আইটি প্রফেশনালস যেমন, ওয়েব ডেভেলপার, ইউ এক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার সহ ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা সেশন ছিল। সেখানে মুহম্মদ আসিফ একজন Key Note Speaker হিসেবে ” How to use Content Calendar Effectively” টপিকে বক্তব্য রাখেন।

BITPA 2019: Why Focus is Important

Key Note Speaker: Mohammad Asif

অনলাইন ক্যারিয়ারে কাজ করতে গিয়ে আমরা প্রায়ই নিজেদের কাজের ফোকাস হারিয়ে ফেলি। এই কনফারেন্সের একজন কী নোট স্পিকার হিসেবে আমি ফোকাস ধরে রাখা গুরুত্ব নিয়ে একটি সেশন নিয়েছিলাম।

Importance of Domain & Hosting for Affiliate Marketing

Rezistro Presents, “DOMAIN & IT SERVICES – A NEW ERA OF OPPORTUNITIES” সেমিনার অনুষ্ঠিত হয়েছিল BASIS অডিটোরিয়ামে ২০১৮ সালের ডিসেম্বরের ২৩ তারিখে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডোমেইন এবং হোস্টিং এর গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুলো নিয়ে একটি সেশন নেয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

The Tech Doctors Summit

জনপ্রিয় টেক ইউটিউবার Shohag 360 চ্যানেলের সোহাগ ভাই এর প্রথম ১ লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আয়োজিত The Tech Doctors Summit সেমিনারে ভিডিও মার্কেটিং এর একটি সেশন নেয়ার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছিল।

এটিই ছিল সোহাগ ভাই এর প্রথম অফলাইন ইভেন্ট, যেখানে তিনি তার সিল্ভার প্লে বাটনের মোড়ক উন্মোচন করেন।

Collaboration Between IT Bazzar & gigabyte 

Guest Appearance

২০১৭ সালে ইকমার্স প্রতিষ্ঠান IT Bazaar এর সাথে জনপ্রিয় টেক কোম্পানি Gigabyte এর একটি কোলাবরেশন চুক্তি হয়। এই প্রোগ্রামে মুহম্মদ আসিফকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল

BIPC Network Event 2014

IT Professionals of Mirpur

মাত্র ৪/৫ দিনের উদ্যোগে মিরপুরের এই মিটাপে অনেক একটিভ অনলাইন ফ্রিল্যান্সার পার্টিসিপেট করেছিলেন। এখানে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অনলাইন বিজনেস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করি।

First Ever Meet Up in Mirpur

২০১৪ সালে মিরপুর ১০ নাম্বারের ঘরের ছোঁয়া রেস্টুরেন্টে প্রায় ৩০জন অনলাইন ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের নিয়ে মিটাপ প্রোগ্রাম আয়োজন করেছিলাম আমি এবং আমার ছোট ভাই বাপ্পি। উল্লেখ্য, মিরপুরে এটিই ছিল তখন পর্যন্ত ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় মিটাপ।

BITPA 2017

IMG_2474
Key Note Speaker

২০১৭ সালের BITPA কনফারেন্সে সেশন নিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং গাইডলাইন নিয়ে

Crest Receiving

আমার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছিলেন BITPA এর একজন আয়োজন।

24210293_1958567994158871_3610254258112181720_o
Participants

সেটি ছিল বিটপার প্রথম কনফারেন্স। প্রায় ৪০০+ অংশগ্রহণকারী ছিলেন দিনব্যাপি এই কনফারেন্সে।

4 Times as Special Guest Appearance on
Young Night, ATN News