Blog

ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করা নিয়ে এতো অস্থিরতা কেন?

যারা এই সময় ভিডিও মার্কেটিং করছেন তাদের বেশিরভাগই ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করা নিয়ে অনেক বেশি অস্থির।

তাদের জন্য আমার নিজের ভাষায় কিছু কথাঃ
যেসব কিওয়ার্ডে ভাল বিজনেস অপরচুনিটি নাই, সেসব কিওয়ার্ড নিয়ে কাজ না করে যেখানে অনেক ভাল মার্কেট আছে সেখানে কাজ করুন।
ধরেন, আমরা অনেকেই কিছু ভিডিও র‍্যাঙ্ক করেই হ্যাঁ হুতাশ করি যে ভিউ নাই কেন, সেল না করেন, অ্যাড ক্লিক পাই না কেন ব্লা ব্লা ব্লা!

মজার কথা হচ্ছে, যেসব কিওয়ার্ডে সার্চ একদম নাই বললেই চলে সেখানে আপনি খুব দ্রুতই র‍্যাঙ্ক পাবেন তবে র‍্যাঙ্কে বসে থাকলেও বেশিরভাগক্ষেত্রেই কনভার্সন পাবেন অনেক অনেক দেরীতে।
হিসাব করবেন যে এমন নিশে কাজ করবো যেখানে ফার্স্ট পেজের তলানিতে থাকলেও যেন মান্থলি একটা ভাল টার্গেটেড ভিউ পাই, অল্প কিছু বায়িং কিওয়ার্ডে মাঝামাঝি অবস্থান থাকলেও যেন কনভার্সন আসতে থাকে রেগুলার। অল্প করে কনভার্সন আসবে কিন্তু রেগুলার আসবে।
আর সবক্ষেত্রেই র‍্যাঙ্কিংই কিন্তু মেইন ফ্যাক্টর না! মাঝে মাঝেই দেখবেন আপনার দরকারি অনেক জিনিসের ভিডিও সার্চ করলে র‍্যাঙ্কের টপে থাকা ভিডিও গুলা একদম ফালতু কিন্তু নিজের দিকে ভিডিও গুলো আপনার প্রবলেম সল্ভিং এ হেল্প করছে, আপনাকে ভ্যালু দিচ্ছে। সো আপনি কিন্তু তাদের কাছেই লয়াল হবেন আর তারা আপনাকে ভ্যালু দেয়ার মাধ্যমে আপনার কাছ থেকে একশন করিয়ে নিবে। সেটা হতে পারে অ্যাড ক্লিক, ওয়েবসাইটে পাঠানো, কোনও কিছু ডাউনলোড কিংবা ডিরেক্ট সেল।
আপনি সারাদিন ইউটিউবে র‍্যাঙ্ক র‍্যাঙ্ক করে মাথা ঘামাচ্ছেন, কিন্তু নিজের কন্টেন্ট কওয়ালিটির উপর মন দিচ্ছেন না। তাহলে ত হবেনা। অথচ আপনার কন্টেন্টে যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারেন তাহলে সেটা র‍্যাঙ্ক না করলেও আপনি হাত বদলের মাধ্যমে ওই কন্টেন্ট থেকে বিজনেস করতে পারবেন।
নির্দিষ্ট এলাকা থেকে নির্দিষ্ট সময়ের সার্চ ভলিউমের ট্র্যাফিককে নিজের ভিডিও দেখানোর জন্য ত সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করতে চান, তাই না?
আচ্ছা, সার্চ ট্র্যাফিক ছাড়া কি দুনিয়ায় আর ট্র্যাফিক সোর্স নাই?
র‍্যাঙ্ক করলে ত শুধু সার্চ করে আসা ভিজিটরই আপনার ভিডিও দেখবে, কিন্তু যারা অন্য সব খানে এই টপিক নিয়ে কথা বলছে, প্রবলেমের সলিউশন খুঁজছে কিংবা ইনফরমেশন চাচ্ছে সেসবখানে যদি আপনি আপনার ভিডিও নিজে থেকেই পৌছিয়ে দিতে পারেন তাহলে আপনার কনভার্সন কই যাবে চিন্তা করছেন!!!
এজন্যই আমি সবসময় নিজের বানানো কন্টেন্টের জন্য বেশি জোর দেই। ইউনিক জিনিস সবসময়ই ইউনিক, এটা মনে রাখবেন। আর অবশ্যই আপনার ভিডিওতে ইনফরমেশন দিবেন। ভিওয়ার যেন ভিডিওতে এসে ট্যাব ক্লোজ করার সময় আপনাকে গালি না দিয়ে মনে মনে আপনাকে থ্যাংকস দেয় আর আপনার কাজকে এপ্রিশিয়েট করে আপনার চ্যানেলকেও ভ্যালু দেয়।
মনে আসছিল এই কথা গুলো তাই লিখে দিলাম। সবগুলা কথাই আমার একান্ত নিজস্ব অভিজ্ঞতা থেকে লিখেছি। গঠনমূলক সমালোচনা কাম্য 🙂
 
NiravAsif
 

You may also like

16 Comments

  • HAsan ZAhid7 years ago

    "ভিওয়ার যেন ভিডিওতে এসে ট্যাব ক্লোজ করার সময় আপনাকে গালি না দিয়ে মনে মনে আপনাকে থ্যাংকস দেয় আর আপনার কাজকে এপ্রিশিয়েট করে আপনার চ্যানেলকেও ভ্যালু দেয়।"
    বেশ বলেছেন ভাই।।

    Reply
  • Mohammad Nirav Asif7 years ago

    ধন্যবাদ ভাই 🙂

    Reply
  • Tutorial Firm BD7 years ago

    Really nice!

    Reply
  • Mohammad Ratan7 years ago

    Well said boss

    Reply
  • Azmol Huda7 years ago

    েআসলেই কথা গুলো অনকে গুরুত্বপূর্ণ।
    সময় হলে আপনরা সবাই-http://www.azmol.xyz/ সাইটে ঘুরে আসবেন
    সময় হলে আমার ইউটিউব েচ্যানেলটিতে ঘুরে আসবেন
    https://www.youtube.com/channel/UCdCZzbbp8BQUNLVy4eTy7Bg?spfreload=10

    Reply
  • Suvronur7 years ago

    awesome tips buddy 🙂

    Reply
  • Rezaul Karim7 years ago

    কিছুটা হলেও উপকৃত হয়েছি, ধন্যবাদ আসিফ ভাই

    Reply
  • Md Hanif7 years ago

    কথা গুলো ভাল যা প্রশংসা কুড়ায় , আসলে আমরা অন্যের ভিডি০ কপি করতে অভ্যস্থ তাই তাড়া তাড়ি রেংক তাড়া তাড়ি মানি জাষ্ট , ভাই আমি এই লাইনে নতুন যদি সম্ভভ হয় ছোট ভাইকে উপদেশ দিয়ে সহায়তা করবেন যাতে ইউনিক ভিডি০ বানাতে পারি।

    Reply
  • St Onliner7 years ago

    vai jotil hoise apnar lekha ta
    asol kotha gulo bolsen

    Reply
  • Kk Collection7 years ago

    Thanks Brother…..

    Reply
  • BD7 years ago

    Nice Post. waiting for more…………..

    Reply
  • Uttam Kumar Sarkar7 years ago

    thanks

    Reply
  • Entertainment Channel7 years ago

    Nice

    Reply
  • Mohammad Asif7 years ago

    Thanks! 🙂

    Reply
  • Mohammad Asif7 years ago

    Thanks! 🙂

    Reply
  • Unknown7 years ago

    #admin
    ইউটিউব ভিডিও প্রপার অপ্টিমাইজেশন প্রসেস নিয়ে (কী ওয়ার্ড রিসারজ নিয়ে ) একটা পোস্ট আশা করছি

    Reply

Leave a Comment