June 12, 2015
YouTube Brings Updates In Their Community Rules – June 2015ভিডিও মার্কেটিং এ উপকারি ফ্রি কিছু রিসোর্স
বিশ্বব্যাপি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে ভিডিও কন্টেন্টের ব্যবহার সবচেয়ে বেশি। আমাদের মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং কিংবা ভিডিও মার্কেটিং এর সাথে জড়িত আছি, তাদের মাঝে মাঝেই ভিডিও প্রডিউস করতে হয়। ভিডিও বানানোর সময় কপিরাইট ফ্রি কিছু মিউজিক ব্যবহারের মাধ্যমে ভিডিওকে অনেক বেশি গ্রহনযোগ্য করা সম্ভব। সেই সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু সফট মিউজিক ভিওয়ারকে আনন্দ দেয়।
তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু রিসোর্স শেয়ার করবো যেগুলো আপনার ভিডিও মার্কেটিং এ বেশ কাজে লাগবে।
কপিরাইট ফ্রি মিউজিকের গোডাউন দেখুন এখানে 😀
১- https://www.youtube.com/user/NoCopyrightSounds/videos
২- https://www.youtube.com/user/teknoaxe/videos
৩- https://www.premiumbeat.com/
৬- http://sweetsoundeffects.com/
৭- https://www.partnersinrhyme.com/pir/PIRsfx.shtml
১১- http://www.audiomicro.com/
তাও নেই মামার চেয়ে কানা মামা তো ভাল 😀
আজ এই পর্যন্তই, সামনে আরও কিছু ভাল রিসোর্সের জন্য চোখ রাখুন NiravAsif Blog এ
আপনার ইউটিউব ভিডিওতে ভিউ বাড়াতে এই পোষ্টটি আপনাকে হেল্প করবেঃ INCREASE YOUTUBE VIDEO VIEWS
চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এই লাইনে ক্লিক করে
আমার অফিশিয়াল ফেসবুক পেজঃ https://www.facebook.com/DigitalMarketerAsif/