January 15, 2018
অনলাইন ফ্রিল্যান্সিং এ প্রথম কাজ পাবার অভিজ্ঞতামিসআন্ডারস্টেন্ডিং
মিসআন্ডারস্টেন্ডিং হতেই পারে; হোক সেটা অন্যের সাথে কিংবা নিজের সাথেই … সব কিছুই সময়ের সাথে বদলায়। আমার আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য হওয়াটা অস্বাভাবিক কিছু না। নিজেকে বুঝার চেষ্টা করো, প্রয়োজনে সময় দাও।
সবার আগে যদিও নিজের মনের কথায় সায় দেয়া উচিত… সাথে বিবেক দিয়ে ভাবাও দরকার। কিন্তু হুট করে কনও সিদ্ধান্ত না, বরং ভেবে চিন্তে ফিউচার প্ল্যান করে কনও কিছু শুরু করা উচিত, এবং সর্বশেষ পরিণতি কিই হতে পারে সেটাও বিশ্লেষণ করতে হয়।
বেষ্ট অফ লাক আসিফ!
#নীরাভ আসিফ
৯ই এপ্রিল,২০১৪ ইং
সবার আগে যদিও নিজের মনের কথায় সায় দেয়া উচিত… সাথে বিবেক দিয়ে ভাবাও দরকার। কিন্তু হুট করে কনও সিদ্ধান্ত না, বরং ভেবে চিন্তে ফিউচার প্ল্যান করে কনও কিছু শুরু করা উচিত, এবং সর্বশেষ পরিণতি কিই হতে পারে সেটাও বিশ্লেষণ করতে হয়।
বেষ্ট অফ লাক আসিফ!
#নীরাভ আসিফ
৯ই এপ্রিল,২০১৪ ইং