Blog

ঢাকা শহরে প্রতিদিন কত মানুষের জাতীয় পরিচয়পত্র হারায় 

আমার ছোট মামার জাতীয় পরিচয়পত্র কিছুদিন মানিব্যাগের সাথে হারিয়ে যায়। উনি গতকাল ফর্ম ফিলাপ করে টোকেন নিয়ে এসেছিলেন।

আজকে উনার সাথে পাসপোর্ট অফিসে গেলাম জাতীয় পরিচয়পত্র আনতে। সেকি লাইন রে বাবা!!! অনেকটা ভয় পেয়ে গেলাম, আল্লাহ জানে কতসময় লাগবে…

কিন্তু এই প্রথম কনও সরকারি কাজ এত্ত সুন্দর ভাবে করতে দেখলাম 
সিরিয়াল করে লোকজনকে কার্ড ধরিয়ে দিচ্ছে আর ১ মিনিটও লাগছে না সিরিয়াল চেক করে কার্ড দিয়ে দিতে 

ভাল লাগলো ব্যাপারটা। আমাদের সব জায়গায় যদি এত সুশৃঙ্খল ভাবে কাজ করতে পারতাম 🙂


#নীরাভ আসিফ
২৪শে মার্চ, ২০১৪ইং

You may also like

Leave a Comment