June 09, 2016
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্সের টাকা উত্তোলন করবেন যেভাবে২০২২ সালের বেষ্ট কিছু ব্ল্যাক ফ্রাই ডে অফার!
নিজের প্রয়োজনের ডিজিটাল প্রোডাক্টসের সারা বছরের সবচেয়ে বেষ্ট ডিল বা অফারের জন্য আমাদের মতো অনেক টেক প্রিয় মানুষ অপেক্ষা করি Black Friday দিনটার জন্য। আমি নিজেও প্রতি বছর কিছু টাকা আলাদা করে এই দিনের কিছু দুর্দান্ত ডিল কালেক্ট করতে।
আজকে আমি আমার পছন্দের কিছু প্রোডাক্টের লাইফ টাইম ডিল অফার নিয়ে লিখছি। ২০২২ সালের ব্ল্যাক ফ্রাইডে অফারের এই টুলস গুলো আপনার কাজে লাগলে কিনে রাখতে পারেন। এবং যেহেতু এগুলো Appsumo প্ল্যাটফর্মের অফার।
জরুরি একটা রিমাইন্ডার দিয়ে দেইঃ ব্ল্যাক ফ্রাই ডে’র সেল মানেই অহেতুক জিনিস পত্র কেনা ফেলা নয়। বেশিরভাগ সময়ই আমরা এক্সাইট্মেন্টের জোরে অনেক কিছু কিনে ফেলি যেটা পরবর্তীতে আর কাজে লাগে না। তাই কেনার আগে ভালো করে চিনতে করে নিবেন আসলেই আপনার জন্য এই ইনভেস্টমেন্ট গুলো কাজের হবে কিনা।
তাই আপনার পছন্দ না হলে ৬০ দিনের মধ্যে রিফান্ডও করতে পারবেন।
নিচের সব গুলো লিঙ্কই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমার লিঙ্ক থেকে আপনি নতুন একাউন্ট ক্রিয়েট করলে একটা এক্সট্রা ডিস্কাউন্ট পাবেন। এতে আপনার লস হবে না, আমারও কিছু বেনিফিট হবে।
আজকে ৩টি টুলসের কথা বলবো আপনাদেরকে।
Ocoya: মোটামোটি একটা বিরতির পর মার্কেটে লাইফটাইম ডিল নিয়ে আবারো হাজির হয়েছে আমাদের অনেকের অপেক্ষমান টুল ওকোয়া। সোশ্যাল মিডিয়া কনটেন্ট শিডিউলিং এর অটোমেশন নিয়ে শুরু করলেও এখন এটার টুলস এবং ডেভেলপমেন্ট রোডম্যাপ দেখার পর ৫৯ ডলারের ইনভেস্টমেন্ট পজেটিভই মনে হচ্ছে আমার কাছে। আমি অবশ্য বেশ কয়েক মাস ধরেই ব্যবহার করছি। ওদের ফাউন্ডার এবং কমিউনিটি বেশ একটিভ। শর্ট ফর্ম AI Writing কিছুদিন আগে নিয়ে আসলেও লং ফর্ম কনটেন্ট হয়তো কিছুদিন পর আসবে।
তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য দারুন টুল এটি, কারণ এটাতে আছে ইমেজ ক্রিয়েশন, এনালিটিক্স সহ আর কিছু দরকারি জিনিস।
৬০ দিনের রিফান্ড সুযোগ সহ Ocoya কিনতে পারবেন এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/QOoxKM
Niches:
কোনও রকম রাখ ঢাক না করেই বলা যায় এই সময়ের Ai Writing Assistant Tools গুলোর মধ্যে বেশ প্রমিজিং। মাত্র ৫৯ ডলারের লাইফটাইম দিলে পাবেন এখন অ্যাপসুমোতে। ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি টুল বলতে পারেন। রিভিউ রেটিংস এবং অন্যান্য ফিচার্স গুলো চেক করে নিতে পারেন আপনার সুবিধার জন্য।
৬০ দিনের রিফান্ড সুযোগ সহ Niches কিনতে পারবেন এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/qn7ymn
SendFox:
এন্ট্রি লেভেল মার্কেটারদের জন্য সীমিত বাজেটের মধ্যে ইমেইল মার্কেটিং টুল হতে পারে সেন্ডফক্স। মাত্র ৪৯ ডলারের লাইফটাইম দিলে আপনি নার্চার করতে পারবেন ৫ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবারকে। এর মধ্যে আনলিমিটেড ইমেইল ক্যাম্পেইন, শিডিউল, অটোমেশান, ল্যান্ডিং পেজ এসব ফিচার্স তো থাকছেই!
৬০ দিনের রিফান্ড সুযোগ সহ কিনতে পারবেন SendFox এই লিঙ্ক থেকেঃ https://appsumo.8odi.net/9WRBe0
ওয়েবসাইট হোস্ট করার জন্য একটা দুর্দান্ত ডিলও শেয়ার করতে চাই এটার সাথেঃ
চার বছরের জন্য ১০০টি সাইট হোস্ট করার হোস্টিং প্যাকেজ মাত্র ৮৫.৯৭ ডলার! অর্থাৎ, মাসে আপনার খরচ পড়বে মাত্র ১ ডলার ৭৯ সেন্ট।
দেশের বাইরের কোম্পানিগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের জন্য আমি গত বছর ধরে Hostinger ইউজ করতেসি। বলা যায় বেশ স্মুথ এবং ইজিলি ম্যানেজেবল প্ল্যাটফর্ম। ওয়েবে একটু সার্চ করে দেখতে পারেন ওদের রিভিউ ভালোই। এবং রেগুলার আরো ইম্প্রুভ করার চেষ্টা করছে।
ওদের একটা প্যাকেজ আছে (WordPress Starter) , চার বছরের জন্য ১০০টি ডোমেইনের জন্য দাম পড়বে মাত্র ৯৫ ডলার ৫২ সেন্ট। মানে প্রতি মাসে ১.৯৯ ডলার খরচ, ১০০টি ডোমেইনের জন্য! আপনি চাইলে সেইম অফারে ১ বা ২ বছরের প্যাকেজও নিতে পারেন।
আমার মতো অনেকেই আছেন যারা মাল্টিপল ডোমেইন ইউজ করেন বিভিন্ন *ছোট ছোট ল্যান্ডিং পেজ বা *মাইক্রো সাইটের কাজের জন্য। তাদের জন্য এটা ওয়ান অফ দ্যা বেষ্ট ডিল হতে পারে।
অবশ্যই আপনি লিঙ্ক থেকে ওদের অন্যান্য ফিচার্স গুলো ভালো করে চেক করে নিবেন। যদি আপনার মনে হয় এটা আপনার পারপাজ সল্ভ করবে তাহলে আপনি এই লিঙ্ক থেকে ওদের ব্ল্যাক ফ্রাইডে অফার নিতে পারেন।
কিনতে পারবেন এখান থেকেঃ https://hostinger.sjv.io/Ao9PBR
এছাড়াও আপনি চাইলে ফ্রিপিকের অফার নিতে পারেন। তাদের সাইটেই চলছে ৫০% অফার। মাত্র ৫৪ ইউরো ইনভেস্ট করে ১ বছরের জন্য ফ্রিপিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন।