ঢাকা শহরে প্রতিদিন কত মানুষের জাতীয় পরিচয়পত্র হারায় আমার ছোট মামার জাতীয় পরিচয়পত্র কিছুদিন মানিব্যাগের সাথে হারিয়ে যায়। উনি গতকাল ফর্ম ফিলাপ করে টোকেন নিয়ে এসেছিলেন। আজকে উনার সাথে পাসপোর্ট অফিসে গেলাম জাতীয় পরিচয়পত্র আনতে। সেকি লাইন রে বাবা!!! অনেকটা ভয় পেয়ে গেলাম, আল্লাহ জানে কতসময় লাগবে… কিন্তু এই প্রথম কনও সরকারি কাজ এত্ত সুন্দর