Blog

মানুষ তার আশেপাশের সব কিছু মাধ্যমে প্রভাবিত হয়। পরিবার, বন্ধু বান্ধব,পরিবেশ, প্রিয় ব্যক্তিত্ব, আরও অনেক কিছু প্রভাব ফেলে আমাদের জীবনে।
চেষ্টা করি উচিত সব কিছুর ভেতর থেকে ভাল আর পজেটিভ জিনিষ বের করা কাজে লাগানো।
মনে রাখা উচিত, যদি পুরো জীবনটাই অন্যজনের মাধ্যমে পরগাছার মত সাজানো শুরু করেন তাহলে আপনার ভেতরের স্বতন্ত্র বিশেষ যে ব্যক্তিত্ব সেটা অপ্রকাশিত থেকে যাবে।
সারাজীবন অন্যকে অনুসরণ করে গেলেই হবেনা, এমন কাজ করতে হবে যেন আপনি ভবিষ্যতে অন্য মানুষদের অনুকরণের ব্যক্তিত্বে পরিণত হন
তবে অবশ্যই সেটা লোক দেখানো হলে হবেনা, কারন হয়তো লোক দেখিয়ে বা কিছু সস্তা মানুষের কাছ থেকে কাজের তাৎক্ষনিক মিথ্যা বাহবা পাবেন কিন্তু অদূর ভবিষ্যতে আপনি নিজেকেই নিজে দুষতে দুষতে বিরক্ত হয়ে যাবেন।
কথাগুলো নিতান্তই আমার, আমার দৃষ্টিকোণ থেকে বললাম আমার নিজের জন্য।

#নীরাভ আসিফ
১০ই এপ্রিল,২০১৪ ইং।

You may also like

College Friends Meetup 2014

Leave a Comment