August 16, 2014
Tomay Ghire By Tahsan And Kona Bangla Lyricsজাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড
কতগুলো বছর পর অনেক বন্ধুর সাথে মিলে এসিম্বলিতে জাতীয় সঙ্গীত গেয়ে এলাম।
কত লোক হয়েছিল আসলে সেটা জানি না, কিন্তু গাওয়ার সময় এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। নামে বিশ্বরেকর্ড হয়েছে তবে কত দিন থাকবে আল্লাহ্ মালুম।
আগেই জানতাম আজ ওখানে গেলে অনেক কষ্ট করে যেতে হবে, রোদে দাঁড়িয়ে থাকতে হবে আবার হেঁটে হেঁটে ফিরতে হবে; কিন্তু ভেতর থেকে কেন জানি খুব আবেদন ছিল এত্ত মানুষের সাথে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার!
আমি আসলেই আত্মতৃপ্ত
এই ইভেন্টের আয়োজকদের মনে কি ছিল বা আসলেই তাদের উদ্দেশ্য কি ছিল এটা আমাদের সবারই জানা তবে আমি আসলে নিজের টানেই ওখানে ছিলাম।
অনুষ্ঠানের সমালোচনা করে শেষ করা যাবেনা। তবে একটা কথাই বলবো, ম্যানেজমেন্টের ভাল কিছুই দেখলাম না। মিরপুরের মানুষের জন্য বিশাল একটা ঝামেলার দিন যাচ্ছে খুব সম্ভবত
শুভ জন্মদিন বাংলাদেশ!
জয় বাংলাদেশ।
#নীরাভ আসিফ
২৬শে মার্চ, ২০১৪ইং