Blog

খুবি খারাপ লাগছে আমার দীর্ঘ সাড়ে তিন বছরের একটা পরিবারকে ছেড়ে আসতে।।
সময়ের সাথে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে মানুষকে এই রকম কিছু পদক্ষেপ নিতেই হয়,যার জন্য অনেকাংশেই আমরা প্রস্তুত থাকি না। আজ আমি আমার চাকুরীজীবনের প্রথম কর্মস্থল বিদায় দিয়ে এলাম। তেমন কাউকে না জানিয়েই, কারণ এত্ত কষ্ট ধারণ করার ক্ষমতা হয়তো আমার নেই। এতদিনের কর্মজীবনে যদি আমার কোন কলিগক আমার কোন কথায় রাগ, কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। এই অফিস জীবন, এখানকার শ্রদ্ধেয় বড়ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যা সারাজীবন আমার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন।
Anjabin , Jewel , RiponTaher ভাই , Imran ভাই আপনাদের অনেক বেশি মিস করবো।

You may also like

College Friends Meetup 2014

Leave a Comment