ইউ ওয়াই ল্যাবে আমার যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৭ তারিখে। একজন ডিজিটাল মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে। সপ্তাহে ২ ঘন্টার ফিজিক্যাল মিটিং এবং তাদের ইনহাউজ মার্কেটিং টিমের গ্রোথ সহ, পুরো কোম্পানির ডিজিটাল মার্কেটিং এক্টিভিটির দায়িত্ব ছিল আমার উপরে। এটি মূলত একটি আইটি ট্রেইনিং কোম্পানি, সেখানে প্রতি মাসের সেলস এবং কালেকশনের জন্য প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ