November 05, 2013
ভালোবাসার মধ্যে তুলনা Comparison in LoveHelp others!
কাউকে কিছু শিখালে আপনার নিজের জ্ঞান কমে যাবেনা।
আপনার কাছ থেকে অন্য কেউ কাজ শিখে গেলে সে আপনার থেকে বেশি অভিজ্ঞ হয়ে যাবে এই ধারণা ভুল। আর যদি হয়েও থাকে তাহলে সে সেটা নিজ যোগ্যতায় হবে। আপনি নিজেকে ওই স্থানে স্থির রেখেছেন নিজেকে আপডেট না করার জন্যই।
রিজিকের মালিক আল্লাহ্! সবকিছু উপর থেকেই নির্ধারণ করা হচ্ছে, আপনার ভাগের একটা দানাও কেউ নিতে পারবেনা। তাই ভুজংভাজং বাদ দেন ভাই। আপনি মানুষকে সাহায্য করেন, অন্যরা আপনাকে করবে। ফালতু এক্সকিউজ দেখিয়ে নিজেকে বেশি উঁচুতে নিয়ে যাবার সো কল্ড শো অফ দেখানোর কোনও মানেই নাই।
মনে রাখবেন যে আজকে কিছু পারেনা, সে যে কোনদিনও পারবেনা সেটা কিন্তু নয়। আর আপনি যেটা পারেন সেটা দুনিয়ার অধিকাংশ মানুষ পারবে সেটাও জেনে রাখুন।
সমাজের কিছু অকৃতজ্ঞ কিট আর অবিচ্ছেদ্য আবর্জনা টাইপ মানুষদের উদ্দেশে!
