February 06, 2017
Experts With Asif – Rayhan Hossain Tee Shirt Marketerইন্টারনেট মার্কেটারদের আড্ডা-২০১৪ এবং স্মরণীয় অভিজ্ঞতা!
গতকাল (২০.০৫.২০১৪) হয়ে গেলো বাংলাদেশের সেরা ইন্টারনেট মার্কেটার দের প্রথম অফিসিয়াল মিটআপ।
এই মিটাপের চিন্তা প্রথম প্রকাশ করে ছিল হ্যারি পটার নামে আমাদের তাফসির আহমেদ এবং এই উদ্যোগে অনেকেই সাড়া দিলে একটা সিক্রেট ইভেন্ট ক্রিয়েট করা হয় এবং শুধু মাত্র অল্প সংখ্যক ইন্টারনেট মার্কেটার ইনভাইট করা হয়। যেখানে এই সেক্টরের দেশের সবচেয়ে বড় বড় গুরুরা এসেছিলেন, সেই সাথে কিছু আইটি উদ্যোক্তা এবং নবীন মার্কেটাররাও উপস্থিত ছিলেন। এখানে লিস্ট রয়েছে যাদের কে ইনভাইট করা হয়েছিলঃ http://bit.ly/1hwZlMH
অনেকটা ইনফরমাল ভাবে শুরু হলেও বেশ কিছু ইনফমেটিভ আর ইন্টার্যাক্টিভ আলোচনা হয়েছে। শুরুটা তাহের চৌধুরী সুমন ভাই করেন। পরিচিতি পর্ব শেষ করে আবুল কাশেম ভাই পুরো প্রোগ্রামটা পরিচালনা করেন। বাংলাদেশে ইন্টারনেট মার্কেটারদের গুরু আসিফ আনোয়ার পথিক ভাই, এবং আবুল কাশেম ভাই,তাহের সুমন ভাই, সেই সাথে ফুয়াদ আহসান ভাইয়ের বিভিন্ন আলোচনায় প্রোগ্রাম চলতে থাকে।
বেশ কয়েকটি ভাগে ভাগ করা হলেও আমরা বেশ আড্ডার মাধ্যমেই শেষ করেছি পুরো ইভেন্টটা। আমাদের দেশের ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু অন্তরায় নিয়ে কথা হয়েছে, সেই সব অন্তরায় কাটানোর জন্য কি কি ধরণের কাজ করা যেতে পারে সেটা আলোচনা করা হয়েছে। ইন্টারনেট মার্কেটিং নিয়ে যারা উদ্যোগ নিয়েছেন তাদের শুরুতে কি কি সমস্যা হচ্ছে আর সেগুলার সমাধান কিভাবে করা যায় এসব নিয়ে বিস্তর কথা হয়েছে।
ইন্টারনেট মার্কেটার প্রথম সবচেয়ে বড় মিটাপ ২০১৪ |
চরম কিছু জিনিশ শিখলামঃ
*মার্কেটিং আসলে কি জিনিস! সেলফ ইমেজ ক্রিয়েট অ্যান্ড ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়ায় নিজেকে রিপ্রেজেন্ট করা।
*একটি প্ল্যান নিয়ে কাজ করলে সেটাতে ব্যর্থ হলেও কিভাবে সেখান থেকে কিছুটা হলেও লাভ বের করা যায়।
* ফ্রিলেন্সিং আর অন্টারপ্রেনারশিপের মধ্যে পার্থক্য।
* নতুন ভাবে কিভাবে ইন্টারনেট মার্কেটিং শুরু করা যায়।
*কনটেন্ট মার্কেটিং এবং কন্সিউমারের ভ্যালু চিন্তা করা।
* অবশ্যই ব্লগিং এ অভ্যস্ত হওয়া।
* ক্লাইন্ট ম্যানেজমেন্ট, কমুনিকেশান ডেভেলাপমেন্ট, কাজের প্রতি ডেডিকেশান এবং স্মার্টলি নিজেকে আপডেট করা সময়-প্রযুক্তির সাথে।
বেশ কয়েকজন বড় ভাই খুব ভাল কিছু কথা বলেছেন, নাহিদ ভাই, সাজ্জাদ হোসেন অলিভাই, তমাল ভাই, শাহ্ পরান, সজীব ভাইদের কথায় বেশ মুখর ছিল পুরো পরিবেশ। অনেক কিছু শিখলাম সেখান থেকে। কয়েকজন বড় ভাইদের আমি পারসনালি খুব মিস করলাম। ব্যাপার না, নেক্সট টাইম পাবো উনাদের ইনশাআল্লাহ!
আশা করা যায় এবার থেকে বছরান্তে একবার হলেও এমন একটা মিটাপ হবে J
প্রোগ্রামের ফাঁকে হাল্কা নাস্তা আমাদের চাঙ্গা করেছিল 😉
Leads Tech কে ধন্যবাদ প্রোগ্রামের জন্য আমাদের এতো সুন্দর জায়গার ব্যাবস্থা করার জন্য।
অনেক গুলো ছবি তুলেছেন আবু সুফিয়ান ভাই, দেলোয়ারজাহান ভাই, শহিদুল ইসলাম রবিন ভাই।
অফিসিয়াল গ্রুপ ফটোর জন্য ধন্যবাদ নিজল ক্রিয়েটিভ কে।
Rasel Ahmed11 years ago
সব বসেরা এক সাথে ^_^
Mohammad Nirav Asif11 years ago
সবাই বস কিন্তু আমি বাদে 🙂
Himel Khan11 years ago
মিট-আপ টা সেইরকম হয়েছিল বোঝাই যাচ্ছে।
তবে PPC Engine আর Melonades এর কেউ ছিল এই মিট-আপে? যদি না থাকে তাহলে বলা যাবেনা এটা ''দেশসেরা ইন্টারনেট মার্কেটারদের সবচেয়ে বড় মিট-আপ " । কারন ওই দুইটা প্রতিষ্ঠান চালায় বাংলাদেশের সবার সেরা দুইজন ইন্টারনেট মার্কেটার । বাংলাদেশের মাত্র ওরা দুজনই গুগল পার্টনার । আমার সৌভাগ্য হয়েছিল একজনের সাথে কিছু সময় কাটানোর ।
Mohammad Nirav Asif11 years ago
কমেন্টের জন্য ধন্যবাদ হিমেল ভাই।
আসলে আমার জানামতে দেশের সবচেয়ে বড় বড় ইন্টারনেট মার্কেটারদের অবশ্যই ইনভাইট করা হয়েছিল যদিও অনেকেই আসেন নাই। আর যারা উপস্থিত ছিলেন তাদের কে আমরা কোনও ভাবেই আন্ডারস্টিমেন্ট করতে পারি না। তবে হ্যাঁ, আপনি যাদের কথা বলছেন এমন অনেকেই আসেন নাই, তাহলে হয়তো আরও সুন্দর হতো এই প্রোগ্রামটা।
Md. Shohidul Islam Robin8 years ago
অনেকদিন পর দেখলাম পোস্টটা।
ভালো লেগেছে আসিফ
তোর সাথে আমার অনেক ছবিই পাশাপাশি আছে তাইনা ??
Mohammad Nirav Asif8 years ago
ধন্যবাদ রবিন ভাই।
আর হ্যাঁ অনেক ছবি আছে আমাদের 🙂