March 14, 2014
A.R.Rahman কনসার্ট বিতর্কTomay Ghire By Tahsan And Kona Bangla Lyrics
#Tomay_Ghire_By_Tahsan_And_Kona_Bangla_Lyrics
#Uddeshsho_Nei_Lyrics
Tomay Ghire Bangla Lyrics By Nirav Asif
গানের নামঃ তোমায় ঘিরে
আর্টিস্টঃ তাহসান এবং কণা
এ্যালবামঃ উদ্দেশ্য নেই (২০১৪)
তোমায় ঘিরে যে ভালোলাগা
হয়নি বলা ভাষায়
হাজারো ভিড়ে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়।
তোমায় নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে।
সময় জুড়ে শুধু শূন্যতা
নিরবে ছুয়ে তোমাকে
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনও তোমায় এইভাবে…
তোমাকে নিয়ে স্বপ্ন গুলো
আজো শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে।
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার স্মৃতি ঝরে
এতো কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বুঝাতে
তোমায় নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে।
তোমাকে নিয়ে স্বপ্ন গুলো
আজো শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে।
| Tomay Ghire Bangla Lyrics By Tahsan And Kona |
