Blog

মনে পরে গেল স্কুল লাইফের মমতা ম্যাডামের উপর ক্রাশ খাওয়ার কথা 
আহারে ক্লাস নাইনে থাকতে প্রথম বার … ক্লাস টেনে উঠার পর সেটা আরও বেড়ে গেয়েছিল। 

স্পষ্ট মনে আছে ২০০৫ সালের ভ্যালেন্টাইনস ডে তে ম্যাম কে গোলাপ দিয়েছিলাম। 

আগে মাঝে মাঝেই ফোনে কথা হত। লাস্ট দেখা হয়েছিল ডিসেম্বর এর শেসের দিকে আমাদের বাস স্ট্যান্ডে। উনি এখন নিজের সংসার নিয়ে হ্যাপি আছেন 

আমার পড়াশুনার সকল ক্ষেত্রে মমতা ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছেন সব সময়। দুয়া করি যেখানেই থাকেন আপনি, আল্লাহ যেন আপনাকে সুখি রাখে 🙂



#নীরাভ আসিফ
৩১শে মার্চ, ২০১৪ ইং

You may also like

Leave a Comment