August 07, 2013
Utilize your chancesপ্রত্যাশা এবং ফলাফল
হ্যাঁ আমি বিশ্বাস করি যে, আমি যদি নিজ জায়গা থেকে নৈতিক থাকি তাহলে আল্লাহ্ আমাকে অবশ্যই আমার প্রাপ্য বুঝিয়ে দিবেন।
যদি আমি আমার এক্সপেক্টেশনের কিছু পেয়ে না থাকি তাহলে ধরে নেই যে, আমি সেটা ডিসারভ করতাম না। আমার নিজেরই কোথাও না কোথাও কমতি ছিল। তখন আবার প্রথম থেকে সেটা রিকাভার করার জন্য লেগে পড়ি।
বন্ধু নাসির প্রায়ই একটা কথা বলে, “নিজের এক্সপেক্টেশন কমায়া রাখবি তাহলে কিছু পেলে তুই সুপার ডিলাইটেড হবি আর না পাইলে কষ্টটা কম, অনেক কম হবে।”
কথাটা আমার ভাল লাগে। যদিও এমনটা না যে আমি আমার এক্সপেক্টেশন সব সময় কমিয়ে রাখি, কেননা তাহলে হয়ত আমার কাজের স্পিরিট কমে যেতে পারে। কাজ করার জন্য তাই করে যাই, আমার নিজের নিয়ৎ ঠিক থাকলেই হল আর ফলাফলের মালিক তো আল্লাহ্। আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করুন। আমীন। সুম্মা আমীন।
#নীরাভ আসিফ
৮ই এপ্রিল, ২০১৪ ইং
যদি আমি আমার এক্সপেক্টেশনের কিছু পেয়ে না থাকি তাহলে ধরে নেই যে, আমি সেটা ডিসারভ করতাম না। আমার নিজেরই কোথাও না কোথাও কমতি ছিল। তখন আবার প্রথম থেকে সেটা রিকাভার করার জন্য লেগে পড়ি।
বন্ধু নাসির প্রায়ই একটা কথা বলে, “নিজের এক্সপেক্টেশন কমায়া রাখবি তাহলে কিছু পেলে তুই সুপার ডিলাইটেড হবি আর না পাইলে কষ্টটা কম, অনেক কম হবে।”
কথাটা আমার ভাল লাগে। যদিও এমনটা না যে আমি আমার এক্সপেক্টেশন সব সময় কমিয়ে রাখি, কেননা তাহলে হয়ত আমার কাজের স্পিরিট কমে যেতে পারে। কাজ করার জন্য তাই করে যাই, আমার নিজের নিয়ৎ ঠিক থাকলেই হল আর ফলাফলের মালিক তো আল্লাহ্। আল্লাহ্ আমাদের সবাইকে কবুল করুন। আমীন। সুম্মা আমীন।
#নীরাভ আসিফ
৮ই এপ্রিল, ২০১৪ ইং
Alamin Hossain7 years ago
আসিফ ভাই, অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
niravasif6 years ago
আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ভাই।