UY LAB
1st Jan 2017 to April 30, 2020
uylab.org
Head of Digital Marketing
ইউ ওয়াই ল্যাবে আমার যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৭ তারিখে। একজন ডিজিটাল মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে। সপ্তাহে ২ ঘন্টার ফিজিক্যাল মিটিং এবং তাদের ইনহাউজ মার্কেটিং টিমের গ্রোথ সহ, পুরো কোম্পানির ডিজিটাল মার্কেটিং এক্টিভিটির দায়িত্ব ছিল আমার উপরে।
এটি মূলত একটি আইটি ট্রেইনিং কোম্পানি, সেখানে প্রতি মাসের সেলস এবং কালেকশনের জন্য প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা, সেই অনুযায়ী ক্যাম্পেইন প্ল্যান, এক্সিকিউট করা সব কিছুই আমি নিজেই করতাম। পরবর্তীতে ২০১৭ সালের অগাস্ট মাসে আমাকে এই কোম্পানির Head of Digital পজিশন দেয়া হয়।
ডিজিটাল মার্কেটিং করার পাশাপাশি এই কোম্পানির জন্য বিজনেস ডেভেলপমেন্টেও আমি অনেক কাজ করেছি। বিভিন্ন সেমিনার এবং কোর্সে ক্লাস নিয়েছি কয়েক হাজার শিক্ষার্থীর।
আমি যখন ইউওয়াই ল্যাবে জয়েন করি তখন সেখানে ফুল টাইম টিম মেম্বার ছিল ৫জন। পরবর্তীতে কোম্পানি গ্রো করে সব মিলিয়ে প্রায় ৪০ জনের টিম হয়ে যায় সেখানে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমি আমার নিজের এজেন্সিতে ফোকাস করার জন্য সেখানে রিজাইন দেই।