DroitLab – A Consultant AKA Team Leader

A Consultant AKA Team Leader!

Droitlab বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি আইটি প্রতিষ্ঠান। তারা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থীম, প্লাগিন্স তারা ডেভেলপ করে Envato মার্কেটপ্লেস এবং নিজেদের ওয়েবসাইট থেকে বিক্রি করে।

আমি Droitlab এর মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে যোগ দেই ২০১৯ সালের মার্চ মাসে। তখন তারা শুধু মাত্র Envato থেকে প্রোডাক্ট সেল করতেন। একজন কন্সাল্টেন্ট হিসেবে আমার দায়িত্ব ছিল, মার্কেটিং টিমকে গাইড করা এবং কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করা। তখন তাদের ওয়েবসাইট লঞ্চ করার জন্য ডেভেলপমেন্ট প্রসেসে ছিল। এই সাইটের যাবতীয় কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক প্রোফাইল ডেভেলপ সব কিছুই আমার তত্ত্বাবধানে করা হয়েছিল।

ড্রয়েটল্যাবটিমেরএকাংশ

ড্রয়েটল্যাবের ডিজাইনার, ডেভেলপার এবং মার্কেটিং টিমের কয়েকজনকে দেখা যাচ্ছে এই ছবিতে।

আমি Droitlab এর মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে যোগ দেই ২০১৯ সালের মার্চ মাসে

 তখন তারা শুধু মাত্র Envato থেকে প্রোডাক্ট সেল করতেন। একজন কন্সাল্টেন্ট হিসেবে আমার দায়িত্ব ছিল, মার্কেটিং টিমকে গাইড করা এবং কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করা। তখন তাদের ওয়েবসাইট লঞ্চ করার জন্য ডেভেলপমেন্ট প্রসেসে ছিল। এই সাইটের যাবতীয় কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক প্রোফাইল ডেভেলপ সব কিছুই আমার তত্ত্বাবধানে করা হয়েছিল।

২০২০ সালের ৩১শে ডিসেম্বর, ড্রয়েটল্যাবে আমার কন্সালটেন্ট হিসেবে যাত্রা শেষ হয়। তখন তাদের কোম্পানির ওয়েবসাইটে মান্থলি অরগানিক ট্র্যাফিক ছিল প্রায় ৬৯ হাজারের মতো (SEMRUSH Data)!

 

Organic Data Report

SEMRUSH Dashboard (Dec 24th, 2020)

কন্সাল্টেন্ট হিসেবে আমার দায়িত্বসমূহ

একজন মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে আমার বেশ কিছু দায়িত্ব ছিল ড্রয়েটল্যাবে।
মার্কেটিং টিমকে গাইড করা। ফ্রি ট্র্যাফিক ড্রাইভের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি প্ল্যান করা। ওয়ার্ডপ্রেসের থীমের জন্য কম্পিটিটর এনালাইসিস এবং রিসার্চ করা। ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা। কনটেন্ট রাইটারকে গাইড করা। কনটেন্ট প্ল্যানিং করা। লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা ওয়েবসাইটে অরগানিক ট্র্যাফিক বাড়ানো

কন্ট্রাক্ট শেষ হওয়ার সময় ফলাফল

প্রায় দেড় বছরের মতো কন্সাল্টেন্ট হিসেবে কাজ করে বেশ কিছু ফলাফল দেখতে পেরেছিলাম আমরা। যদিও দীর্ঘসময় লক ডাউনের কারণে কাজের গতী অনেক কমে গিয়েছিল।
এনভাটোর জন্য ফ্রি ট্র্যাফিক ড্রাইভ ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্ট্রং একটা প্ল্যান। ওয়েবসাইটে প্রায় ১০০+ কোয়ালিটি কনটেন্ট পাবলিশ ডোমেইন রেটিং ৫০+ মান্থলি অরগানিক ট্র্যাফিক ৬৯ হাজার+ গেস্ট পোস্টিং থেকে রেগুলার আয় হাই অথারিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক এচিভড।

droitlab marketing team

Asif bhai helped us to get more organic traffic to our website. He is always helpful.

Md Shahadath Hossain

Mike Stuart

Founder and CEO, Droitlab