আমি Droitlab এর মার্কেটিং কন্সাল্টেন্ট হিসেবে যোগ দেই ২০১৯ সালের মার্চ মাসে
তখন তারা শুধু মাত্র Envato থেকে প্রোডাক্ট সেল করতেন। একজন কন্সাল্টেন্ট হিসেবে আমার দায়িত্ব ছিল, মার্কেটিং টিমকে গাইড করা এবং কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করা। তখন তাদের ওয়েবসাইট লঞ্চ করার জন্য ডেভেলপমেন্ট প্রসেসে ছিল। এই সাইটের যাবতীয় কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক প্রোফাইল ডেভেলপ সব কিছুই আমার তত্ত্বাবধানে করা হয়েছিল।
২০২০ সালের ৩১শে ডিসেম্বর, ড্রয়েটল্যাবে আমার কন্সালটেন্ট হিসেবে যাত্রা শেষ হয়। তখন তাদের কোম্পানির ওয়েবসাইটে মান্থলি অরগানিক ট্র্যাফিক ছিল প্রায় ৬৯ হাজারের মতো (SEMRUSH Data)!